Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

পাটগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়
পাটগ্রাম, লালমনিরহাট।

সভার স্বাক্ষরিত অনুলিপি

স্থান- ইউ.পি কার্যালয় অধিবেশন নং- ০১ তারিখ- ১৩/১০/২০১২ বেলা- ২ ঘটিকায়

ক্রমিক নং নাম পরিচিতি কমিটির পদবী স্বাক্ষর
০১ মোঃ আব্দুল ওহাব প্রধান চেয়ারম্যান সভাপতি স্বাক্ষরিত
০২ মোছাঃ তরিফন বেগম ইউপি সদস্যা সদস্য ’’
০৩ মোছাঃ স্বপ্না বেগম ’’ ’’ ’’
০৪ ভাগিরথী ’’ ’’ ’’
০৫ মোঃ সহিদার রহমান ইউপি সদস্য ’’ ’’
০৬ মোঃ মতিয়ার রহমান ’’ ’’ ’’
০৭ মোঃ নবারত ’’ ’’ ’’
০৮ মোঃ মফিজুল ইসলাম ’’ ’’ ’’
০৯ আফাজ উদ্দিন ’’ ’’ ’’
১০ মোঃ শাহজামাল ’’ ’’ ’’
১১ মোঃ রেজাউল ’’ ’’ ’’
১২ মোঃ আমিন ’’ ’’ ’’
১৩ মোঃ নুরুজ্জামান ’’ ’’ ’’
১৪ মোঃ আবুল কালাম আজাদ গন্যমান্য ’’ ’’
১৫ মোঃ রিজু আহম্মেদ ’’ ’’ ’’
১৬ মোঃ খোরশেদ রেজা ’’ ’’ ’’
১৭ মোঃ আব্দুস সাত্তার শিক্ষক প্রতিনিধি ’’ ’’
১৮ মোছাঃ সুমী খাতুন মহিলা প্রতিনিধি ’’ ’’
১৯ মোঃ আনিছুর রহমান ইউপি সচিব সদস্য- সচিব ’’

আলোচ্য সূচী
১) গত সভার আলোচনা বানী পাঠান্তুে অনুমোদন করণ।
২) ২০১২-২০১৩ অর্থ বৎসরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচীর ১ম ও ২য় পর্যায়ের বরাদ্দকৃত খাদ্য শস্যের অনুকুলে প্রকল্প তালিকাসহ প্রকল্প বাস্তায়ন কমিটি গঠন প্রসঙ্গে।
৩) বিবিধ
অদ্যকার সভায় ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল ওহাব প্রধান সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হলো।
সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানাইয়া সভার কাজ আরম্ভ করিলেন ।
গত সভার আলোচনা বানী অদ্যকার সভায় পাঠ করে শোনানো হলো। কারো কোন আপত্তি না থাকায় উহা সর্ব সম্মতিক্রমে গৃহীত হলো।
সভাপতি সাহেব জানান যে, ২০১২-২০১৩ অর্থ বৎসরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচীর ১ম পর্যায়ের ১০.০০০মেঃ টন চাউল ও ২য় পর্যায়ের ১০.০০০মেঃ টন বরাদ্দকৃত খাদ্য শস্যের অনুকুলে প্রকল্প তালিকাসহ প্রকল্প বাস্তায়ন কমিটি গঠন করতে হবে।
সভাপতি সাহেবের প্রবে সকল সদস্য একমত পোষন করে প্রকল্প তালিকাসহ প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রণয়নের কার্যক্রম শুরু করলেন। এলাকার চাহিদা ভিক্তিক সকল সদস্য সংশ্লিষ্ট এলাকার প্রকল্প তালিকাসহ প্রকল্প বাস্তবায়ন কমিটি দাখিল করলেন।
বিষদ আলোচনা ও পর্যালোচনান্তুে বরাদ্দ অনুযায়ী প্রকল্প তালিকা হতে প্রকল্প বাছাই অন্তুে নিম্নরূপভাবে ১ম পর্যায়ের প্রকল্প ও প্রকল্প বাস্ত্তবায়ন কমিটি গঠন করা হলো।
১ম পর্যায়