20204-2025 অর্থ বছরের মাতৃত্ব কালীন ভাতার আবেদন চলছে । আবেদনের শেষ তারিখ 28/10/2024 ইং অফিস চলাকালীন সময়।
Application for Maternity Allowance for FY 20204-2025 is ongoing. Last date of application is 28/10/2024 during office hours.
ভাতাভোগী হওয়ার আবশ্যিক শর্তাবলীঃ
০১। আবেদন করার সময় আবেদনকারীর ০৪-০৬ মাসের গর্ভাস্থায় থাকতে হবে।
০২। এন.আই.ডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) বাধ্যতামুলক।
০৩। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা/ পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত কার্ড (এন্টিনেটাল কেয়ার কার্ড) থাকতে হবে।
০৪। বসয় ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে।
০৫। সুবিধাভোগী মায়ের নিজ নামে মোবাইল/ এজেন্ট/অনলাইল ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে।
০৬। শুধু মাত্র প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থায় হতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস