উপরিউক্ত শিরোনামের ভিত্তিতে 02 নং পাটগ্রাম ইউনিয়ন পরিষদবাসীকে জানানো যাচ্ছে যে, যে সকল উপকারভোগী ( বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মাহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর বিশেষ ভাতা এবং অনগ্রসর শিক্ষা উপবৃত্তি) রয়েছেন তারা আগামী 03/09/2024 খ্রিঃ তারিখে সকাল 10.00 ঘটিকায় স্ব-শরীরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে লাইভ ভেরিফিকেশন করে যাবেন।
সাথে যে সকল তথ্য নিয়ে আসবেনঃ-
01. উপকারভোগী স্ব-শরীরে উপস্থিতি
02. ভোটার আইডি কার্ডের ফটোকপি
03. যে নম্বরে ভাতা পেয়ে থাকেন সেই মোবাইল নম্বার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস